ফাইল ছবি
নরসিংদীতে কুকুর বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করার কারণে সিএনজি উল্টে ময়ূরী (৭৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়।
আজ সকাল সাড়ে ৯টায় ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়ূরী ঘোড়াশাল বস্তি এলাকার গোলাম মোস্তফার স্ত্রী। তিনি একজন ভিক্ষুক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা ২৫মিনিটে ঘোড়াশাল এলাকার ঘোড়া চত্বর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন নারী যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বাইপাস সড়কে পৌঁছলে রাস্তা পার হতে যাওয়া একটি কুকুর দেখে সিএনজি চালক এ প্রাণীটিকে বাঁচাতে হার্ড ব্রেক করে।
এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হার্ড ব্রেকে অটোরিকশা উল্টে গিয়ে কুকুর বেঁচে গেলেও ময়ূরী বেগম নামে এক যাত্রী চাকার নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যান্য যাত্রীরা অক্ষত থাকলেও চালক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।
পলাশ থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।