ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘন্টা ফেরি চলাচল বন্ধের পর স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
জানা গেছে, ভোররাতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। সাড়ে ৫টা থেকে নৌরুটের বিকন বাতি ও মাকিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়। দেড় ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাটে বেশ কিছু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ঘাট এলাকায় আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ১০ টি ফেরি চলাচল করছে।