ছবি সংগৃহীত
দেশের সার্বিক পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত সাড়ে ১০টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
এ দিন সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন তিনি।
এরপর তাকে ঘিরে ধরে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। জবাবে মির্জা ফখরুল বলেন, দেশ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি। পরে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।
এছাড়া, আর তেমন কিছু বলেননি তিনি।
এর আগে, ১০ অক্টোবর বড় মেয়ে শামারুহ মির্জাকে দেখতে ক্যানবেরায় যান মির্জা ফখরুল। ২০০৬ সাল থেকে স্বামীসহ পরিবার নিয়ে সেখানেই থাকছেন শামারুহ মির্জা।
দেড় মাস আগে অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। শুক্রবার তাকে নিয়ে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব।
অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন তাদের বড় মেয়ে শামারুহ মির্জা।