শাহনাজ পারভীন মিতা:
হটাৎ রাত নেমে আসে মনের ঘরে
চারদিকে আঁধার নক্ষত্র শুধু মরে,
উঁকি দিয়ে যায় বিরহি পঞ্চমীর চাঁদ
নামে গহন আঁধার সমুদ্রের নিনাদ ।
আঁধারে জেগে থাকে নারীর মন
কত স্বপ্ন দ্বন্দ্ব সংঘাত বিভাজন,
নিভে কত তারা কেউ তা জানেনা
নারী হৃদয়ে ঢেউ জাগে প্রেম যন্ত্রনা।
পুরুষ স্বপ্ন জাগাও প্রেমের আলাপন
নারী হৃদয় ডুবে মরে নদীজলে দহন,
চাঁদ তারা জোছনায় ভাসে চরাচর
প্রেম দোলে রক্তকমলে কুয়াশার ভোর।
শত তারা জাগে সেই রাত্রি ভোরে
প্রেম চুপি চুপি ভালোবাসা ভাঙা নীড়ে।
Facebook Comments Box