ঢাকা, সোমবার, ২১ অক্টোবর ২০২৪: নারী উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে, ‘উদ্যোগতারা মার্কেট অ্যাক্সেস প্রোগ্রাম’-এর আওতায় নিজেদের প্রধান কার্যালয়ে দুই দিনের উদ্যোক্তা মেলার আয়োজন করে ব্র্যাক ব্যাংক।
২৯-৩০ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত এই মেলায় ২০ জন সফল নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শিত হয়, যারা এই প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরো সমৃদ্ধ করেছেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
‘উদ্যোগতারা মার্কেট অ্যাক্সেস প্রোগ্রাম’ নারী উদ্যোক্তাদের জন্য সুদৃঢ় ব্যবসায়িক দক্ষতা, নেটওয়ার্কিং সুযোগ এবং বাজার সম্প্রসারণের পথ তৈরি করে দেয়।
মেলায় স্থানীয়ভাবে তৈরি পাট এবং মাটির তৈরি হস্তশিল্প, হাতের সেলাই এবং ব্লক বাটিক কাপড়, অর্গানিক খাদ্য সামগ্রী, ঐতিহ্যবাহী বাংলাদেশি জামদানি ও মসলিন, মনিপুরী ও সিল্কের শাড়ি, পোশাক এবং সুনিপুণ গয়না-সহ নানা পণ্য প্রদর্শিত হয়।
নারী কেন্দ্রিক এই উদ্যোগ সম্পর্কে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “উদ্যোগতারা মেলা আমাদের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতির এক উজ্জ্বল উদাহরণ। এই মেলা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের পাশাপাশি নিজেদের সৃজনশীলতা, পরিশ্রম ও দেশীয় সংস্কৃতি সংরক্ষণের প্রতি তাদের গভীর উৎসাহ প্রকাশ করতে পারছেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, হেড অব উইমেন অন্ট্রপ্রেনরশিপ সেল খাদিজা মারিয়ম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই মেলাটি ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তাদের সহায়তার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ, বিশেষ করে যারা ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান খাতে ব্যবসা পরিচালনা করছেন।
ব্যাংক আশাবাদী যে, বিক্রেতা-ক্রেতা প্রোগ্রামের মাধ্যমে অর্জিত দক্ষতা ও নেটওয়ার্কিং-এর সুযোগ নারীদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।