লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ডিএজিম গ্রেফতার!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

আরিফুল ইসলাম লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়।

রাজধানীর খিলক্ষেত থানায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) করা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম। গতকাল রাতে তাঁকে লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানার এক মামলায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাসদস্যরা। তাঁরা বিষয়টি খিলক্ষেত থানার পুলিশকে জানিয়েছেন। আজ শনিবার তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে।

গতকাল রাতে আরইবির আইন শাখার পরিচালক (প্রশাসন) মো. আরশাদ হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে খিলক্ষেত থানায় একটি মামলা করেন। মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় কমিটির পরিচয়ে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য দেশি ও আন্তর্জাতিক চক্র এবং বিগত সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালীদের মদদে বিদ্যুতায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন। সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। গত ৮ আগস্ট বেলা ১১টায় মামলার চার আসামির নেতৃত্বে সমিতির প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী আরইবি সদর দপ্তর ঘেরাও করেন।

গত ২১ সেপ্টেম্বর আবার ঘেরাও কর্মসূচির হুমকির দেওয়া হয়। ১ অক্টোবর আরইবি ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। গতকাল তাঁরা নতুন করে আন্দোলন শুরু করেন এবং বেলা ১১টার দিকে তাঁদের কর্মস্থলগুলোয় বিদ্যুৎ-সংযোগ শাটডাউন করে গ্রাহকদের হয়রানি করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারকে চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা চলাচ্ছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আসাদুজ্জামান খানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই কার্যালয়ের ডিজিএম (কারিগরি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গ্রেপ্তার–আতঙ্কে আছেন। এ জন্য তাঁরা কার্যালয়ের বাইরে আত্মগোপন করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজারবাইজানকে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

» সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত

» রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি: জাহাঙ্গীর আলম

» দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক কারবারি আটক

» কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডানা? আছড়ে পড়বে কোথায়?

» আগামী প্রজন্ম নিরাপদ সড়ক উপহার দিতে ব্যর্থ হবে না : উপদেষ্টা ফাওজুল কবির খান

» রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

» সারদায় পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি

» অস্টিওপরোসিস বা হাড়ের ভঙ্গুরতা রোগ

» ব্রাউজারের গতি বাড়ানোর কৌশল

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ডিএজিম গ্রেফতার!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

আরিফুল ইসলাম লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়।

রাজধানীর খিলক্ষেত থানায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) করা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম। গতকাল রাতে তাঁকে লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানার এক মামলায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাসদস্যরা। তাঁরা বিষয়টি খিলক্ষেত থানার পুলিশকে জানিয়েছেন। আজ শনিবার তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে।

গতকাল রাতে আরইবির আইন শাখার পরিচালক (প্রশাসন) মো. আরশাদ হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে খিলক্ষেত থানায় একটি মামলা করেন। মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় কমিটির পরিচয়ে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য দেশি ও আন্তর্জাতিক চক্র এবং বিগত সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালীদের মদদে বিদ্যুতায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন। সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। গত ৮ আগস্ট বেলা ১১টায় মামলার চার আসামির নেতৃত্বে সমিতির প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী আরইবি সদর দপ্তর ঘেরাও করেন।

গত ২১ সেপ্টেম্বর আবার ঘেরাও কর্মসূচির হুমকির দেওয়া হয়। ১ অক্টোবর আরইবি ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। গতকাল তাঁরা নতুন করে আন্দোলন শুরু করেন এবং বেলা ১১টার দিকে তাঁদের কর্মস্থলগুলোয় বিদ্যুৎ-সংযোগ শাটডাউন করে গ্রাহকদের হয়রানি করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারকে চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা চলাচ্ছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আসাদুজ্জামান খানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই কার্যালয়ের ডিজিএম (কারিগরি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গ্রেপ্তার–আতঙ্কে আছেন। এ জন্য তাঁরা কার্যালয়ের বাইরে আত্মগোপন করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com