শাহনাজ পারভীন মিতা:
নিশ্চুপ রাত চাই শব্দ ছড়াও
জীবন শব্দের মুখরতায় জড়াও,
তুমি এসো চুপি চুপি সূর্য রবি
রাতকে কর দিনের আলোক ছবি ।
যেখানে কত রাত জাগা ভোর
সময় থমকে যায় সময় প্রহর,
নির্ঘুম স্বপ্নগুলো কেঁদে মরে
কে তুমি রাত হবে ! মনের ঘরে।
প্রেমের গভীরে মন বৃথা আলাপন
যেখানে হাতছানি দেয় মিথ্যা স্বপন,
চাঁদের আলো মেঘের বুকে লুকায়
কে সে আলোর খোঁজে স্বপ্ন জড়ায় ।
রাতকে খুঁজে ফিরি রাতের মায়ায়
অমাবশ্যা পূর্ণিমার অসীম কায়ায় ।
Facebook Comments Box