সংগৃহীত ছবি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা এদেশকে গণকবরে পরিণত করেছিল। শেখ হাসিনার সেই গণ কবরে আর এদেশের জনগণ যেতে চায় না।
আজ সকালে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকারের দায়িত্ব অনেক বেশি। সরকারকে মহামারীর সব ধরনের প্রস্তুতি নেওয়া দরকার। কেউ যেন মহামারীতে মৃত্যুবরণ না করে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
রুহুল কবির রিজভী আরও বলেন, এই সরকার নিরপেক্ষ সরকার কিন্তু এ সরকারের নিচের যে আবরণ রয়েছে যারা সরকারি কর্মকর্তা অনেকেই আছেন তারা আওয়ামী লীগের এজেন্ড। এছাড়া পুলিশ নিয়োগ নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ৮০৩ জন এসআইয়ের ভেতরে ৩০০ জন্য গোপালগঞ্জে এবং এসপি ৬২ জন হাসিনা আমলের নিয়োগপ্রাপ্ত। এই নিয়োগ নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য আহ্বান জানান।
পরে আমির কমপ্লেক্সের আশেপাশে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন , কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, ডিএনসিসি-র মেয়র প্রাথী তাবিদ আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতিসহ অনেকেই উপস্থিত ছিল।