শাহনাজ পারভীন মিতা:
নিত্য জীবন চায় কি বলো
বন্ধ কপাট বলে ,দ্বার খোলো দ্বার খোলো,
দাঁড়িয়ে আছি সময়ের এপারে
প্রেম থমকে আছে শুধুই ওপারে।
খুলে দাও মনের বন্ধ কপাট
আটকে যেখানে হৃদয় আহট,
কাশফুলের দোলায় দুলিয়ে দাও
মনের গহীনে ঘন্টা ধ্বনি বাজাও ।
মনের মন্দিরে কে তুমি পুজো
নিমগ্ন মনে কি তুমি খুঁজো,
এ তুমি গভীর চেনা অবেলায়
হাজার বছর রয়েছো যে অচেনায়।
যেখানে শুধু সমুদ্র ,গভীর অতল
মনি মুক্তো হীরে জহরত ভূতল,
তুমি কি ফিরে পাও নিশিদিন
সকাল সাঁঝে রোদ বৃষ্টি প্রতিদিন।
খুলেছি বন্ধ কপাট স্বপ্ন পাখা
ছুঁয়েছো কি তুমি আমার স্বপ্ন দেখা !
All reactions:
502
Facebook Comments Box