ফাইল ছবি
টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এ পাঁচ দিন বাংলাদেশ-ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
উভয় পাশে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক সকাল থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত ৯৩টি ট্রাক মালামাল আমদানি হয়েছে ও ভারতে রপ্তানি হয়েছে ৩৯ ট্রাক পণ্য।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।