ছবি সংগৃহীত
সরকারি সফরে জাপান গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও দু’জন সফরসঙ্গী।
আজ জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান।
চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি’র আমন্ত্রণে আগামী ১৪-১৮ অক্টোবর জাপান সফর করবেন বিমান বাহিনী প্রধান।
সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিতব্য ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষে ‘Indo-Pacific Air Chiefs Conference in Takyo (InPACT)’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।