ফাইল ছবি
বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮। রবিবাররাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
রোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান জানান, গ্রেফতার রেজাউল করিমকে আজ আদালতে পাঠানো হবে।
জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং তার সহযোগীরা ফিরোজ মাঝিকে কুপিয়ে হত্যা করে। ফিরোজের বোনকে রেজাউলের কাছে বিয়ে দিতে না চাওয়ার জেরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই ঘটনায় আপন ফুফাতো ভাইকে রেজাউল কুপিয়ে হত্যা করা হয়।
পরের দিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে।