ফাইল ছবি
রাঙ্গামাটিতে পাহাড়ি জাম্বুরা ভর্তি একটি ট্রাকে করে অবৈধভাবে পাচারকালে ১ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার রাতে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।
তিনি জানান, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় জাম্বুরা ভর্তি একটি ট্রাকে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।