ছবি সংগীত
মুম্বাইয়ে দুর্গাপূজা মানেই দুই অভিনেত্রী কাজল এবং রানি মুখার্জী। দুর্গাৎসবে থাকে তাদের পারিবারিক আয়োজন। শুক্রবার অষ্টমীতে কাজলকে দেখা গেছে প্রতিবারের মতোই দক্ষ হাতে উৎসবের সবকিছু সামলাচ্ছেন। এদিন লাল শাড়ি পরেছিলেন রানি মুখার্জী। মুম্বাইয়ের মুখার্জী বাড়িতে বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠতে দেখা যায় কাজল, রানি ও তনিশাদের। ঢাকের তালে নেচেছেন তারা। মণ্ডপে কোলাকুলিতে করতে দেখা গেছে মুখার্জী বাড়ির লোকদের।
কাজল-রানিদের বাড়ির দুর্গাপূজায় বলিউডের প্রায় সব তারকাকে দেখা যায়। জয়া বচ্চন থেকে শুরু করে রণবীর, আলিয়া, ক্যাটরিনারা ব্যস্ততা ফেলে অন্তত একটিবার হলেও ছুটে আসেন এ বাড়ির প্রতিমা দেখতে।
এবার পূজায় উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট। আগের দিন অর্থাৎ সপ্তমীতে পৌঁছান রণবীর কাপুর। আলিয়া তার বোন শাহীনকে নিয়ে যোগ দেন শুক্রবার। মণ্ডপে অতিথিদের স্বাগত জানান রানি মুখার্জী। সেখানে আরেক বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনও এসেছিলেন পূজা দিতে। এসেছিলেন তার মেয়ে শ্বেতা বচ্চনও। ‘কপিল শর্মা শো’ থেকে পরিচিতি পাওয়া সুমন চক্রবর্তীও এই পূজায় অংশ নেন। প্যান্ডেলে দেখা গেছে রিয়া চক্রবর্তীকেও। সাদা জামদানি পরে এসেছিলেন তিনি। সূএ:বাংলাদেশ প্রতিদিন