ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামক এক পথচারী নিহত হয়ে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার হোসেন মাতুব্বরের ছেলে। তিনি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম বলেন, ভাঙ্গা পৌরসভার সামনে শুক্রবার গভীর রাতে রাস্তা পারাপারের সময় ভাঙ্গা পৌরসভার নুরপুরের বাসিন্দা নুরুল ইসলাম নামের এক ব্যক্তি অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অজ্ঞাত গাড়ির চালক ও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।