ফাইল ছবি
হাতিরঝিলে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ভোর পাঁচটার দিকে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, বিএনপি নেতা শেখ রবিউল আলমকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আজ তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান গণমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল আলমকে গ্রেফতারে অভিযান চলছে।