লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে নির্মানাধীন একটি পাঁচতলা ভবনের নিচতলার সেফটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁন মিয়া ওই ভবনের নৈশ্যপ্রহরী বলে জানা গেছে। শুক্রবার দুপুরে বিসিক শান্তিনগর নির্মানাধীন ভবনে এই ঘটনাটি ঘটে। নিহত চাঁন মিয়া জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গওহেরপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।
এলাকার এনামুল হক খান মিলন জানান, গত একমাস আগে চাঁন মিয়া দোকান মালিক সমিতির অধীনে নৈশ্যপ্রহরীর কাজ নেন। আজ শুক্রবার সকালে নির্মানাধীন ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকে নৈশ্যপ্রহরী চাঁন মিয়াকে ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা যথাযথ নিরাপত্তার অভাবে সেফটিক ট্যাংকে পড়ে নৈশ্যপ্রহরীর মৃত্যুর ঘটতে পারে।এ ঘটনার পর থেকেই নির্মানাধীন ওই ভবনের মালিকসহ অন্যান্যরা গা ঢাকা দিযেছে।
সঙ্গীয় অপর নৈশ্যপ্রহরী সদর উপজেলার কৈডুলা গ্রামের ঠান্ডা মিয়া (৫৫) জানান, প্রতিদিনের মত তারা দুইজন নৈশ্যপ্রহরী বৃহস্পতিবার রাতে টহল শুরু করেন। তবে ভোররাত ৪টার দিকে টহলের উদ্দেশ্যে তারা আলাদা হয়ে দুইদিকে চলে যায়। পরে ঠান্ডা মিয়া বিসিক মোড়ে ফিরে এসে ভোর ৬টা পর্যন্ত অনেক খোজাখুজি করেও চাঁন মিয়াকে সে আর খুজে পায়নি। তিনি আরও জানান, আমরা আলাদা হওয়ার পর বিসিক মোড়ের একটি হোটেলে সে রুটি খেয়েছে, তারপর আর কেউ তাকে দেখেনি।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box