ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দায় হাওর এলাকায় পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ সকালে হরিনধরা গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়ায় মন্দিরে নৌকা দিয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার (৭)। অপরজন একই গ্রামের গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু (১৮) তালুকদার।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নে হরিনধরা গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া নৌকায় যেতে হয়।
পূজার অষ্টমিতে অঞ্জলি দিতে পূর্বপাড়া থেকে ৬ জন নৌকায় করে পশ্চিমপাড়া যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় চারজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি দুজন তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ফিরোজ হোসেন জানান, এক তো হাওর এলাকা অন্যদিকে খালও রয়েছে। বন্যায় হাওর খাল এক হয়ে পড়ায় বুঝা যায়নি। তারা নৌকায় পার হয় সব সময়। আজো নৌকায় ছয়জন পাশের মন্দিরে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। চারজন উঠে গেলেও শিশু ও এক তরুণী উঠতে পারেনি।