ফাইল ছবি
গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিবু সরকার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী (বাইকার) নিহত হয়েছেন। এসময় আহত হন তার সঙ্গে থাকা স্বপন বিশ্বাস।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, শ ম আরিফুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খুলনা থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস সামনে থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শিবু নিহত হন।