ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে দুইজনকে কুপিয়ে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে।
নিহত যুবকের নাম মিজানুর রহমান মিজু (৩০)।
অন্যদিকে। মিজানুর রহমান মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তাদের মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর মডেল থানার এসআই জোবায়ের জানান, সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মিজানুর রহমান মিজু মাওলানা মশিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে মজু তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলায় দিলে সে ঘটনস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, পরে পুণিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আড়াইশয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।