ফাইল ছবি
নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে রাতুল সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়।
বুধবার (৯ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজেদের ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন রাতুল। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জানালার সঙ্গে লেগে পুরো জানালা বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি খেয়াল না করে মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাতুল। পরিবারের লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি মো. মকবুল হোসেন বলেন, বিষয়টি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।