ফাইল ছবি
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোচালক।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ধামরাই উপজেলার বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ওই নারী শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকালে নবীনগর থেকে আরিচাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বারোবাড়িয়া থেকে বাথুলিগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা রাইজিং গ্রুপ লিমিটেড কারখানার এক নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোচালক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গ্লোড়া হাইওয়ে পুলিশ।