ছবি সংগৃহীত
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বেলা ১১ টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় রাতে অভিযান চালিয়ে র্যাব-১২ এবং র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে নাহিদ শেখকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা করা হয়। পরের দিন উল্লাপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামিমের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত নাহিদ শেখসহ আরো তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন।