ফাইল ছবি
রাতের আঁধারে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার রাত ৮টার দিকে বোদা থানাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
আটককৃতরা হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি নয়নি বাকডোগড়া গ্রামের মৃত মধুসূদনের ছেলে শ্রী নন্দ কিশোর রায় (৪৫), একই গ্রামের শ্রী নন্দ কিশোর রায়ের ছেলে শ্রী পরিমল রায় (২১), বোরাগাড়ি নৌদাবস গ্রামের শ্রী তৈলক্ষ্য রায়ের ছলে শ্রী নিত্যানন্দ রায় (২১), একই গ্রামের শ্রী বড়কান্ত চন্দ্রের ছেলে শ্রী সঞ্জয় চন্দ্র (১৭), মৃত সিবেনের ছেলে শ্রী কল্যাণ রায় (২৪)।
আটকের সময় তাদের কাছে থাকা নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫টি এন্ড্রয়েড মোবাইল ও ৪টি মোবাইল চার্জার জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, নীলফামারী ব্যাটালিয়ানের (৫৬ বিজিবি) অধীনস্থ পঞ্চগড় জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে বিজিবির ৭ সদস্যকে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন মালকাডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নোয়াব আলী। এ সময় সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান থেকে ৫ বাংলাদেশিকে আটক করা হয়।
বোদা থানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, ঘটনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মানবপাচার চক্রের সদস্য আমতলা কাজিপাড়ার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন পালিয়ে যায়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আটকদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলাসহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।