ছবি সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজায় কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবারের পূজা খুব ভালোভাবে হবে, কোনো ধরনের অসুবিধা হবে না। এ জন্য আপনাদের সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্যরা থাকে, এবার র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি। এখন জনসংখ্যা বেড়েছে, কিন্তু আবাদযোগ্য ভূমি বাড়েনি। মনে রাখতে হবে, দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ করে কৃষিক্ষেত্র। এটির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজ, চারা ও নগদ অর্থ পাঠানো হয়েছে।
বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে কৃষি উপদেষ্টা প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।
এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বারি মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন ও পুলিশ সুপার মো. আবুল কালাম আযাদ উপস্থিত ছিল।