ছবি সংগৃহীত
জেনারেশন জেড (জেন জি) প্রজন্মের ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন ডিজাইন চালু করছে ফেসবুক। এসব পরিবর্তনের মাধ্যমে ফেসবুক এখন স্থানীয় কমিউনিটির তথ্য, ভিডিও ও গ্রুপের ওপর বেশি গুরুত্ব দেবে। এ ছাড়া মেটা এআই, ফেসবুক ডেটিং, মেসেঞ্জারও অ্যাপেও বেশ কিছু পরিবর্তন আনবে কোম্পানিটি।
গত শুক্রবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে ইউআই পরিবর্তনের বিষয়ে মেটা জানিয়েছে, তরুণেরা ফেসবুক গ্রুপ ও মার্কেটপ্লেস বেশি ব্যবহার করেন। ফলে নতুন নকশায় এসব সুবিধা প্রাধান্য পাবে। চলুন জেনে নিই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
নতুন লোকাল ট্যাব
ফেসবুকে লোকাল নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হবে। এটি মার্কেটপ্লেস, গ্রুপ ও ইভেন্টস থেকে স্থানীয় কনটেন্ট বাছাই করে এক জায়গায় রাখবে। এটি ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা হোম ও ভিডিও ট্যাবের পাশে দেখা যাবে।
নতুন ট্যাবটি প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি শহরে বসবাসকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।
লোকাল ট্যাবে ‘সোয়াইপেবল বিভাগ’
লোকাল ট্যাবে একটি ‘সোয়াইপেবল বিভাগ’ যুক্ত করা হবে। বিভাগটিতে সোয়াইপ করে স্থানীয় বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটপ্লেসের তথ্য ও পোস্ট দেখা যাবে।
এক্সপ্লোর ট্যাব
এই বিভাগটি ইনস্টাগ্রাম ও টিকটকের ডিজাইনে তৈরি করা হবে। এটিতে “ফর ইউ” ও “নিয়ারবাই” নামের দুটি অপশন থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই “ফর ইউ” অপশনে সুপারিশ করা এবং “নিয়ারবাই” অপশনে অন্যান্য কনটেন্ট বা আধেয় দেখতে পারবেন।
নতুন হালনাগাদ ভিডিও ট্যাব
ফেসবুকের ভিডিও ট্যাবটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপডেট করা হবে। নতুন ভিডিও ট্যাবটিতে ক্লিক করে বর্তমানের মতো পর্দাজুড়ে ভিডিও প্লেয়ার ব্যবহারের পাশাপাশি নতুন ভিডিও খুঁজে পাওয়া যাবে। এই ট্যাবের মাধ্যমে ছোট, দীর্ঘ এবং লাইভ ভিডিও এক জায়গায় দেখা যাবে।
ফেসবুক ইভেন্ট
ফেসবুক ইভেন্ট ফিচারও আপগ্রেড করা হবে। ফলে ব্যবহারকারীরা তার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসন্ন বিভিন্ন ইভেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। কোম্পানির মতে, এসব তথ্য ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছানো হবে। শুধু তা-ই নয়, ফেসবুক ইভেন্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও আমন্ত্রণ জানানো যাবে।
ফেসবুক গ্রুপে এআই ফিচার
ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে “গ্রুপ এআই” চ্যাটবট। চ্যাটবটটি কাজে লাগিয়ে নির্দিষ্ট গ্রুপের সদস্যরা সহজেই নিজেদের গ্রুপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন, যার মধ্যে আগেও জিজ্ঞাসা করা প্রশ্নগুলোও অন্তর্ভুক্ত থাকবে। এটি গ্রুপ অ্যাডমিনদের বড় সমস্যার সমাধান করবে। কারণ নতুন সদস্যরা সাধারণত একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে। তবে ফিচারটি গ্রুপের অ্যাডমিনরা গ্রুপে সক্রিয় করলেও অন্যরা ফিচারটি ব্যবহার করতে পারবে। এটি বর্তমানে যুক্তরাষ্ট্র এবং কানাডায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন