ছবি সংগৃহীত
ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. কামাল মৃধাকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২।
র্যাব-২ এর সহকারী সিনিয়র অফিসার এএসপি শিহাব করিম এ তথ্য জানান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত শেরেবাংলা নগর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. কামাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।