শাহনাজ পারভীন মিতা :
জীবনের পথ পদে পদে দুর্গম দুস্তর
কত কথা ব্যথা হয় ,হৃদয় সরোবর,
যেখানে ফুটে থাকে কবিতার নীল পদ্ম
কেউ আসে চুপি চুপি শব্দের বুকে দ্বন্ধ।
কখনও অসংখ্য গোলাপ ফুটে ওঠে
রঙবেরঙের হৃদয় সুবাসে মৃদু হেসে,
কবির চোখের গভীর মায়ার নেশায়
সেখানেই প্রেম ফিরে আসে ভাবনায় ।
কখনও গহন বৃক্ষের গহীন ছায়ায়
অসংখ্য নীলকন্ঠ উড়ে চলে মায়ায়,
সেখানে গভীর নিঃশ্বাস মুক্তির গান
হৃদয় খুঁজে ফেরে জীবন কলতান।
পথ এগিয়ে চলে জীবনের পথে পথে
হৃদয় সাগরে ডোবে মন ছন্দের শপথে ।
Facebook Comments Box