ছবি সংগৃহীত
মাইক্রোসফট নিয়ে উদ্বেগ প্রকাশের পর এবার হ্যাকারদের টার্গেটের শিকার হয়েছেন গুগল ক্রোম। প্রতিষ্ঠানটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। তা না হলে যে কোনো সময় হ্যাকারের হামলার শিকার হতে পারেন ব্যবহারকারী।
কীভাবে এই হামলা হতে পারে বিস্তারিত তথ্য প্রকাশ্য করে বলা হয়েছে, নিরাপত্তার দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা প্রথমে বিশেষভাবে তৈরি একটি অনুরোধ বার্তা পাঠাবে। কম্পিউটার-ল্যাপটপের সিস্টেমে এটি চলে এলেই ডিনায়াল-অফ-সার্ভিস বা ডসের উপর আক্রমণ চালাতে পারবে সাইবার হামলাকারীরা।
একবার যদি এই হামলা চালাতে পারে হ্যাকাররা তাহলে সমস্ত ক্রোম বাউজার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে হ্যাকারের হাতে। সূএ: ঢাকা পোস্ট ডটকম