ফাইল ছবি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার বেলা ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল শনিবার বেলা ১১টা থেকে সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। যে কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়নি। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে আসছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ছগির শেখ বলেন, সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন শেখ বলেন, দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। যে কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি হয়নি।