(ইন্জিনিয়ার ঊর্মি খান)
প্রতিদিন কত শত মুখ মনের-মন্দিরে
আপন মুখটি খুঁজি!
পেলাম এই তো বুঝি!
মনের আয়নায় আপন মুখটি দেখব বলে
ভালোবাসা করে পুঁজি।
মনের দোরখোলে প্রতিদিন
মনের বাজারে হয় কত দর কষাকষি,
মানুষ তো মিলে মনটা মিলেনা
যেন শূন্যে হৃদয়ে আপন পথ খুঁজি
সারাটা জীবন মন কেঁদে গেলো হায়
রয়ে গেলো অতৃপ্ত রসনার ক্ষুধা মনে,
আনমনা মন আমরণ খুঁজে
ভালোবাসার মুখটি বুঝি!
পেলাম এই তো বুঝি!
মানুষ যত জনে জনে।
আপন মুখটি খুঁজি!
পেলাম এই তো বুঝি!
Facebook Comments Box