ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সুরমা মেইল ট্রেনে থাকা একটি অতিরিক্ত ইঞ্জিনে আগুন লেগেছে। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, এখন উদ্ধারের কাজ চলছে। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার রাত ৯টার পর ট্রেনটি কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।