জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য । আন্তর্জাতিক নারী দিবস আজ । বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার দিন আজ । নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন আজ ৮ মার্চ।
নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে। প্রতিবারের মতো এবার বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে। এবছর নারী দিবসের প্রতিপাদ্য- ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।
আন্তর্জাতিক নারী দিবস আজ । এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক ৮ ঘণ্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে।
১৯০৮ সালের একই দিনে নিউইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। ১৪ দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় ২০ হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধের দাবিতে তারা এ আন্দোলন করেন।
১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান।
১৯১৩ সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রোববার নারী দিবস হিসেবে পালন করেন।
১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়।
যৌন হয়রানি বন্ধে নীতিমালা করেছে পুলিশ
নারী সদস্যদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ প্রণয়ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সদর দপ্তরের গাইডলাইনের আলোকে ডিএমপির সব বিভাগে কর্মরত পুলিশ সদস্য, নন-পুলিশ, সিভিল স্টাফ অথবা প্রেষণে কিংবা চুক্তিভিত্তিক বা অন্য কোনোভাবে কর্তৃপক্ষ অনুমোদিত কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে অভিযোগ গ্রহণ, অনুসন্ধান সম্পাদন ও সুপারিশ প্রদানসহ যৌন হয়রানি ও যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধকল্প এই নীতিমালায় প্রণীত হয়।
নীতিমালায় যৌন হয়রানি ও নির্যাতন বিষয়ক অভিযোগ গ্রহণের জন্য কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটি অভিযোগ গ্রহণ, অনুসন্ধান পরিচালনা ও সুপারিশ করবে।,