ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওধার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান লিলু স্থানীয় বৈরাগী বাজারে কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। বুধবার এশার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, সেনাবাহিনীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।