ফাইল ছবি
কক্সবাজার টেকনাফ উত্তর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব ১৫-এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ টেকনাফ সদর ও বাহারছড়া কেন্দ্রিক একটি প্রভাবশালী সিন্ডিকেট ইয়াবার বিশাল বিশাল চালাব পাচার করে আসছে। এই সিন্ডিকেটের অন্যতম হলেন টেকনাফ সদরের হাবিরছড়ার মৃত শফিকুর রহমানের ছেলে নুরুল আমিন ও সহোদর মোঃ হাসান, একই এলাকার মৃত মফজ্জলের ছেলে মোঃ হোছনসহ ৮-১০ জনের একটি সিন্ডিকেটে জড়িত।