ছবি সংগৃহীত
রসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান নামে স্থানীয় সংবাদ কর্মীকে গুলি এবং হাতুরি পেটা করে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত মনিরুজ্জামান দৈনিক দেশরূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি।
স্থানীয় সংবাদিকরা জানায়, মনিরুজ্জামান পার্শবর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে হাতুরি দিয়ে পিটিয়ে ও পরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি আহত মনিরের হাত ও পায়ে লাগে।
এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সূএ: ঢাকা মেইল ডটকম