ছবি সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ধাক্কায় মফিজ উদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরো দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজসকাল ৭টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী থেকে জানা যায়, সকালে অটোরিকশায় করে ফুলবাড়িয়া যাওয়ার উদ্দেশে রওনা দেন মফিজ উদ্দিন । কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা থাকা মফিজ উদ্দিন নিহত হন।
এ সময় অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।