নতুন মায়েরা সকালে এই ৫ সুপারফুড খান

ছবি সংগৃহীত

 

নতুন মায়েদের খাবার-দাবারের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে তাদের সকালের নাস্তায় পুষ্টিকর খাবার খেতে হবে। না হলে দিনভর ক্লান্তি ভর করতে পারে। জানুন নতুন মায়েরা সকালের নাস্তায় কোন কোন খাবার বেশি খাবেন।

পেঁপে থাকুক পাতে​

গর্ভাবস্থায় পেঁপে খাওয়ায় বারণ থাকে। তবে ডেলিভারির পর আর সেই নিষেধাজ্ঞা সাধারণত থাকে না। তাই এই সময় ব্রেকফাস্টে নিয়মিত পেঁপে খেতেই পারেন। এই কাজটা করলেই শরীরে ভিটামিন সি এবং ভিটামিন এ-এর ঘাটতি মিটে যাবে খুব সহজে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাকেও অনায়াসে বশে রাখতে পারবেন। তাই রোজের ডায়েটে এই ফলকে অবশ্যই জায়গা করে দিতে পারেন।

fod

​ডালিয়ার শরণাপন্ন হন​

নতুন মায়েরা ব্রেকফাস্টে ডালিয়াকে জায়গা করে দিতেই পারেন। কারণ, এই খাবার হজম করা খুবই সহজ। এমনকি এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবারও রয়েছে। যেই কারণে পেটের সমস্যা মেটানোর কাজে এর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, এতে মজুত কার্বের গুণে শরীর জরুরি এনার্জিও পায়। তাই তো বিশেষজ্ঞরা নতুন মায়েদের নিয়মিত ডালিয়া খাওয়ার পরামর্শ দেন। তবে ডালিয়ার পদে আবার বেশি লবণ, মশলা দেবেন না। এই ভুলটা করলে কিন্তু শরীরের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাই বাড়বে।

 

​কলা থাকুক পাতে​

সেরার সেরা একটি ফল হল কলা। এতে রয়েছে উপকারী কার্বোবাইড্রেট যা কিনা শরীরকে শক্তি দেয়। শুধু তাই নয়, এতে মজুত প্রিবায়োটিকের গুণে ফেরে অন্ত্রের হাল। ফলে পেট পরিষ্কার হতে সময় লাগে না। এমনকি গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও নিপাত যায়। এর পাশাপাশি এই ফল হল ম্যাগনেশিয়ামের ভাণ্ডার। আর এই উপাদান নতুন মায়ের মন ভালো রাখার কাজে একাই একশো।

food

​দুধের শরণাপন্ন হন​

নিজের শরীরের খেয়াল রাখতে চাইলে নতুন মায়েরা সকালে এক গ্লাস দুধ অবশ্যই খাবেন। আসলে এই সুষম পানীয়ে রয়েছে জরুরি প্রোটিন যা কিনা একাধিক শারীরবৃত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এতে উপস্থিত ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালশিয়াম এবং পটাশিয়াম নতুন মায়ের শরীরের হাল ফেরানোর কাজে একাই একশো। তাই আপনার রোজের ডায়েটে অবশ্যই দুধকে জায়গা করে দিতে হবে। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

 

​সেরার সেরা বাদাম​

ব্রেকফাস্ট শেষে কয়েকটি বাদাম টুক করে চিবিয়ে খেয়ে নিন। তাহলেই দেহে আয়রন, ক্যালশিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি-এর ঘাটতি কিছুটা হলেও মিটিয়ে ফেলতে পারবেন। এমনকি শরীরে পৌঁছে যাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই তো বিশেষজ্ঞরা সকল নতুন মায়েদের রোজ সকালে বাদাম খাওয়ার পরামর্শ দেন। তবে সারাদিনে আবার ১০ থেকে ১২টার বেশি বাদাম খাবেন না। এই ভুলটা করলে কিন্তু ভুগবেন।

সূএ: ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এদেশে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরের সবাই মিথ্যা কথা বলে: মান্না

» শহীদ মিনারে নাগরিক সমাবেশে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

» ‘নিপীড়কের নয়, জনগণের পুলিশ হতে চাই’

» ইউএনও সাহেব ভালো হইতে পয়সা লাগে না : আব্দুস সালাম

» সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

» আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

» অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত; প্রেমিককে নিয়ে ছয় মাসের কন্যা হত্যা মায়ের!

» শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

» নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা

» টেলিফটো প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে নজর কাড়ল ভিভো এক্স২০০

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন মায়েরা সকালে এই ৫ সুপারফুড খান

ছবি সংগৃহীত

 

নতুন মায়েদের খাবার-দাবারের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে তাদের সকালের নাস্তায় পুষ্টিকর খাবার খেতে হবে। না হলে দিনভর ক্লান্তি ভর করতে পারে। জানুন নতুন মায়েরা সকালের নাস্তায় কোন কোন খাবার বেশি খাবেন।

পেঁপে থাকুক পাতে​

গর্ভাবস্থায় পেঁপে খাওয়ায় বারণ থাকে। তবে ডেলিভারির পর আর সেই নিষেধাজ্ঞা সাধারণত থাকে না। তাই এই সময় ব্রেকফাস্টে নিয়মিত পেঁপে খেতেই পারেন। এই কাজটা করলেই শরীরে ভিটামিন সি এবং ভিটামিন এ-এর ঘাটতি মিটে যাবে খুব সহজে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাকেও অনায়াসে বশে রাখতে পারবেন। তাই রোজের ডায়েটে এই ফলকে অবশ্যই জায়গা করে দিতে পারেন।

fod

​ডালিয়ার শরণাপন্ন হন​

নতুন মায়েরা ব্রেকফাস্টে ডালিয়াকে জায়গা করে দিতেই পারেন। কারণ, এই খাবার হজম করা খুবই সহজ। এমনকি এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবারও রয়েছে। যেই কারণে পেটের সমস্যা মেটানোর কাজে এর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, এতে মজুত কার্বের গুণে শরীর জরুরি এনার্জিও পায়। তাই তো বিশেষজ্ঞরা নতুন মায়েদের নিয়মিত ডালিয়া খাওয়ার পরামর্শ দেন। তবে ডালিয়ার পদে আবার বেশি লবণ, মশলা দেবেন না। এই ভুলটা করলে কিন্তু শরীরের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাই বাড়বে।

 

​কলা থাকুক পাতে​

সেরার সেরা একটি ফল হল কলা। এতে রয়েছে উপকারী কার্বোবাইড্রেট যা কিনা শরীরকে শক্তি দেয়। শুধু তাই নয়, এতে মজুত প্রিবায়োটিকের গুণে ফেরে অন্ত্রের হাল। ফলে পেট পরিষ্কার হতে সময় লাগে না। এমনকি গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও নিপাত যায়। এর পাশাপাশি এই ফল হল ম্যাগনেশিয়ামের ভাণ্ডার। আর এই উপাদান নতুন মায়ের মন ভালো রাখার কাজে একাই একশো।

food

​দুধের শরণাপন্ন হন​

নিজের শরীরের খেয়াল রাখতে চাইলে নতুন মায়েরা সকালে এক গ্লাস দুধ অবশ্যই খাবেন। আসলে এই সুষম পানীয়ে রয়েছে জরুরি প্রোটিন যা কিনা একাধিক শারীরবৃত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এতে উপস্থিত ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালশিয়াম এবং পটাশিয়াম নতুন মায়ের শরীরের হাল ফেরানোর কাজে একাই একশো। তাই আপনার রোজের ডায়েটে অবশ্যই দুধকে জায়গা করে দিতে হবে। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

 

​সেরার সেরা বাদাম​

ব্রেকফাস্ট শেষে কয়েকটি বাদাম টুক করে চিবিয়ে খেয়ে নিন। তাহলেই দেহে আয়রন, ক্যালশিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি-এর ঘাটতি কিছুটা হলেও মিটিয়ে ফেলতে পারবেন। এমনকি শরীরে পৌঁছে যাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই তো বিশেষজ্ঞরা সকল নতুন মায়েদের রোজ সকালে বাদাম খাওয়ার পরামর্শ দেন। তবে সারাদিনে আবার ১০ থেকে ১২টার বেশি বাদাম খাবেন না। এই ভুলটা করলে কিন্তু ভুগবেন।

সূএ: ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com