ছবি সংগৃহীত
বিশ্বের সবচেয়ে দামি খাবারের তালিকায় শুরুতেই আছে ক্যাভিয়ার। এটি অনেকেই এখন চেনেন। সামান্য একটু ক্যাভিয়ারের দাম লাখ টাকা। সম্প্রতি এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়েতে অতিথিদের খাবারের তালিকায় রাখা হয়েছিল এই দামি খাবারটি।
এই ক্যাভিয়ারের দাম শুরু হয় সাড়ে তিন হাজার টাকা থেকে। মাত্র ৫৬ গ্রাম ক্যাভিয়ারের দাম প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি। সবচেয়ে বিখ্যাত ক্যাভিয়ার আসে ইরানের অ্যালবিনো স্টার্জন মাছ থেকে। তবে এটি শুধু স্ত্রী স্টার্জন মাছ থেকেই পাওয়া যায়। জেনে অবাক হবেন, আলমাস ক্যাভিয়ারের দাম লাখ টাকা, যার কারণে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খাবার হিসেবে বিবেচিত হয়।
জানেন কি, আজ ক্যাভিয়ার দিবস। তবে শুধু দামি খাবার বলেই যে শখে মানুষ এই খাবার চেখে দেখেন তা কিন্তু নয়। আলমাস ক্যাভিয়ারকে স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল বা অলৌকিক বলে মনে করা হয়। সে কারণেই এটি ধনী ব্যক্তিদের খাদ্যতালিকায় জায়গা নিতে পারে।
ক্যাভিয়ার স্বাস্থ্যের জন্যেও খুবই উপকারী। ক্লিভল্যান্ড ক্লিনিকের রিপোর্ট অনুসারে, সব ধরনের ক্যাভিয়ার ভিটামিন বি-১২ সমৃদ্ধ, যা মানুষের ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে পারে। ক্যাভিয়ারে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে নজর দেয়।
এটি খেলে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতে পারে। এতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকে উজ্জ্বলতা আনতে পারে। ক্যাভিয়ারে রয়েছে উচ্চ পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম। এটি হাড়ের জন্যেও ভলো।
ক্যাভিয়ারের প্রাচীনতম লিখিত বিবরণ পাওয়া যায় ১২৪০ সালে মঙ্গোল শাসক বাতু খানের কাছ থেকে। উত্তর আমেরিকা ক্যাভিয়ার জনপ্রিয় হয়ে ওঠে ২০ শতকের দিকে। সেসময় আমেরিকা সবচেয়ে ক্যাভিয়ার উৎপাদনকারী হয়ে ওঠে।
গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী, আলমাস বিশ্বের সবচেয়ে দামি খাবারের মর্যাদা পেয়েছে। ইরান থেকে আসা অ্যালবিনো স্টার্জন মাছের ডিম্বাশয় থেকে আলমাস ক্যাভিয়ার পাওয়া যায় এবং এর রং কালো। একে কালো সোনাও বলা হয়।
সাধারণত এক কেজি আলমাস ক্যাভিয়ারের দাম হয় ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা ( ডলার ১১৭.৪৫)। এই ক্যাভিয়ারের এক চামচের দাম প্রায় এক লাখ টাকা। এখন প্রশ্ন হল এর দাম এত বেশি কেন?
প্রকৃতপক্ষে, আলমাস ক্যাভিয়ার একটি বিরল প্রজাতির মাছ, অ্যালবিনো স্টার্জন থেকে আহরণ করা হয়, যার বয়স ৬০ থেকে ১০০ বছরের মধ্যে। এই মাছগুলি কাস্পিয়ান সাগরের দক্ষিণ অংশে পাওয়া যায়, যেখানে সবচেয়ে কম দূষণ রয়েছে। আলমাস ক্যাভিয়ার একটি বিরল খাদ্য। অ্যালবিনো স্টার্জন মাছ নিলামে কোটি টাকায় বিক্রি হতে পারে। এ কারণে এর দাম সবচেয়ে বেশি। সূএ:জাগোনিউজ২৪.কম