রিমি কবিতা: আমাদের আর কখনোই যোগাযোগ হবে না,
আজ থেকে বন্ধ করে দিলাম সব দ্বার।
বারংবার লঙ্ঘনের সীমা অতিক্রম করার দু;সাহস করেছি,
অত:পর বুঝতে পেরেছি এখানে
আমার কোনো নিজস্বতা নেই,
নেই কোনো ভিন্নতা।
আমার স্বকীয়তার কোনো ভিন্ন আনুগত্য নেই,
প্রয়োজন নেই আমার দু:সাহসী প্রেমের।
ভিন্ন পথেই চলুক তবে যান্ত্রিক সহবাস,
যোগাযোগের পথটি বিচ্ছিন্নতায় পরিনত হোক,
বহুকাল আগের অচেনার মতো
আমরা হয়ে যাই আবার অচেনা!!!