রিমি কবিতা:
তুমি, তুমি কইরা আমার জীবনটা কেমন আউলা ঝাউলা হইয়া গেলো,
অথচ তোমার জীবনে সব আগের লাহানই রইলো ;
কোনো হেরফের নাই।
আমি এহন আর তোমারে নিয়া ভাইবা মন খারাপ করি না,
বুঝি, তুমি মানুষ টা বেসামাল!
তোমার টালমাটাল মনের খেই তুমি নিজেই বুঝবার পারো না,
আমার কথা তো বাদই;
তয় জানো?
কোনো একদিন তুমিও এমন আউলা ঝাউলা হইয়া বাউলা হইবা,
আর আমি দূর থেইক্যা চাইয়া দেখুম তয় ফিরা আসুম না।
নয়া কইরা দু:খ পাইবার শখ জাগে নাই।
তোমার মায়াভরা চোখ এহন আর আমারে টানে না,
তোমার মিছামিছি গল্পগুলান মনে পড়লে
এহন আমার হাসি পায়।
জীবন বড়ই জটিল খেলা,
সব হিসাব জীবনের মাঝেই ফিরায়ে দেয়,
ঠিক যেন এক মহা সমুদ্দুর!!!
Facebook Comments Box