রুখসানা রিমি:
ভরা আষাঢ়ের যমুনাকে বলছি –
তুমি কি হলফ করে বলতে পারো
শ্রাবণের ঝর্ণাধারায়
তোমার কোনো লোভ ছিল না?
আমিতো দেখি….
দুনিয়াটা লোভের কারখানা!
এই লোভের কারণেই মানুষ
বিশ্বস্ততা হারায়!
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব
কাছের মানুষ দূরের হয়ে যায়!
সুসম্পর্কের পতন ঘটে যায়!
এই লোভের কারণেই মানুষ
পথ হারিয়ে অমানুষ হয়ে যায়!
আমারও লোভ আছে
অরণ্যের তারুণ্য মেখে
গোলাপের ঘ্রাণ ছড়াবার….
Facebook Comments Box