ফাইল ছবি
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ টুটপাড়া জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে তাকে গুলি করা হয়। খুলনার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বত্তরা তার গলার ডান পাশে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে রাত সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।