সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে মো. লিটু ব্যাপারী (৪০)।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার বাওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় উদ্ধার আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।