জিম্বাবুয়ে সিরিজের শেষ ২ ম্যাচ খেলবেন সাকিব ও মোস্তাফিজ!

ছবি সংগৃহীত

 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে নাম নেই সাকিব আল হাসানের। ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ প্রথম ২ ম্যাচ খেলবেন না, সেটা দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগে-ভাগেই বলে রেখেছেন।

 

চট্টগ্রামে ২৬ থেকে ২৮ এপ্রিল ৩ দিনের প্রাক-প্রস্তুতির জন্য ১৭ সদস্যের দল ঘোষণার দিনই প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ খেলবেন না। আর সাকিব অন্তত প্রথম ২ ম্যাচ খেলবে না। ওই সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অন্তত দুটি ম্যাচে অংশ নেবেন সাকিব।

 

সেই কথাই সত্য। গতকাল রোববার রাতে দল ঘোষণার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব আর মোস্তাফিজ প্রথম দিকের ম্যাচগুলোতে থাকবেন না।কারণ, প্রথম ৩ টি-টোয়েন্টি ম্যাচের জন্য করা ১৫ জনের দলে সাকিব ও মোস্তাফিজের নাম নেই।

 

দলের অন্যতম নির্বাচক হান্নান সরকার জানিয়ে দিলেন, সাকিব আসলেই প্রথম ৩ ম্যাচ খেলবেন না। তবে সিরিজের শেষ ২ ম্যাচ খেলবেন। তার মানে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচেই দেখা যাবে না সাকিবকে। তবে আগামী ১০ ও ১২ এপ্রিল শেরে বাংলায় যে দুই টি-টোয়েন্টি হবে, সেই ম্যাচগুলো খেলবেন টাইগার অলরাউন্ডার।

 

এ বিষয়ে হান্নান সরকার বলেন, ‘সাকিব ৩০ তারিখ দেশে আসবেন। তিনি আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। ডিপিএলে দুইটা ম্যাচ খেলতে চান তিনি। ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এটা ভালো হতে পারে। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে তৈরি করার জন্য যে সময়টা দরকার, সেই সময় তার কাছে নেই। ডিপিএলের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। স্বাভাবিকভাবে প্রথম ৩ ম্যাচে তাই তাকে দলে রাখিনি।

 

মোস্তাফিজ কেন প্রথম ৩ ম্যাচে নেই? তার ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান সরকার বলেন, ‘মোস্তাফিজ টানা খেলার মধ্যে আছেন। তাই তাকে আমরা প্রথম ৩ ম্যাচের দলে রাখিনি। তার মানসিক ও শারীরিক রিকোভারির দরকার আছে। সে যেকোনো একটা ধাপে রিকোভারির সময়টা চাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম ধাপে তাকে বিশ্রাম দেব।’  সূএ:জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

» জেলের জালে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

» সন্ত্রাসীর গুলিতে তরুণ নিহত

» আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ ২জন গ্রেফতার

» দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে বাড়তি দুই পেসার

» ক্ষমতায় এসে ২০০ জনেরও বেশি কর্মচারীকে বরখাস্ত করেছেন ট্রাম্প

» মরক্কোতে শক্তিশালী ভূমিকম্প

» স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

» ডিসেম্বর ধরেই নির্বাচনী প্রস্তুতি, উন্নয়ন সহযোগীদেরও জানাল ইসি

» কোনো ডেভিল যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিম্বাবুয়ে সিরিজের শেষ ২ ম্যাচ খেলবেন সাকিব ও মোস্তাফিজ!

ছবি সংগৃহীত

 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে নাম নেই সাকিব আল হাসানের। ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ প্রথম ২ ম্যাচ খেলবেন না, সেটা দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগে-ভাগেই বলে রেখেছেন।

 

চট্টগ্রামে ২৬ থেকে ২৮ এপ্রিল ৩ দিনের প্রাক-প্রস্তুতির জন্য ১৭ সদস্যের দল ঘোষণার দিনই প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ খেলবেন না। আর সাকিব অন্তত প্রথম ২ ম্যাচ খেলবে না। ওই সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অন্তত দুটি ম্যাচে অংশ নেবেন সাকিব।

 

সেই কথাই সত্য। গতকাল রোববার রাতে দল ঘোষণার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব আর মোস্তাফিজ প্রথম দিকের ম্যাচগুলোতে থাকবেন না।কারণ, প্রথম ৩ টি-টোয়েন্টি ম্যাচের জন্য করা ১৫ জনের দলে সাকিব ও মোস্তাফিজের নাম নেই।

 

দলের অন্যতম নির্বাচক হান্নান সরকার জানিয়ে দিলেন, সাকিব আসলেই প্রথম ৩ ম্যাচ খেলবেন না। তবে সিরিজের শেষ ২ ম্যাচ খেলবেন। তার মানে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচেই দেখা যাবে না সাকিবকে। তবে আগামী ১০ ও ১২ এপ্রিল শেরে বাংলায় যে দুই টি-টোয়েন্টি হবে, সেই ম্যাচগুলো খেলবেন টাইগার অলরাউন্ডার।

 

এ বিষয়ে হান্নান সরকার বলেন, ‘সাকিব ৩০ তারিখ দেশে আসবেন। তিনি আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। ডিপিএলে দুইটা ম্যাচ খেলতে চান তিনি। ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এটা ভালো হতে পারে। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে তৈরি করার জন্য যে সময়টা দরকার, সেই সময় তার কাছে নেই। ডিপিএলের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। স্বাভাবিকভাবে প্রথম ৩ ম্যাচে তাই তাকে দলে রাখিনি।

 

মোস্তাফিজ কেন প্রথম ৩ ম্যাচে নেই? তার ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান সরকার বলেন, ‘মোস্তাফিজ টানা খেলার মধ্যে আছেন। তাই তাকে আমরা প্রথম ৩ ম্যাচের দলে রাখিনি। তার মানসিক ও শারীরিক রিকোভারির দরকার আছে। সে যেকোনো একটা ধাপে রিকোভারির সময়টা চাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম ধাপে তাকে বিশ্রাম দেব।’  সূএ:জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com