ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান জানিয়েছেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী ১৬ মার্চ ঢাকায় আসবেন।
আজ বুধবার ঢাকাস্থ সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন। সে সময় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোহিতা নিয়ে আলোচনা হবে।
এর আগে ২০১৬ সালের মার্চে সৌদি আরবের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ছয় বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।