ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার। এদের মধ্যে রয়েছেন প্রবাসী ভোটার, নির্বাচনী কাজে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তা, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা।
এদিকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় মুখরিত প্রতিটি পাড়া মহল্লা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দিন-রাত কাজ করছে নির্বাচন অফিস। ভোটগ্রহণ কাজে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদানের প্রস্তুতি চলছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৪০ হাজার ৯৩ জন আবেদন করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৩২ জন এবং মহিলা ৮ হাজার ৬১ জন। টাঙ্গাইল-৬ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনকারীর সংখ্যা বেশি।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): এ আসনে মোট ৩ হাজার ৭৩৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭১৮ জন ও নারী ভোটার ১ হাজার ১৮ জন।
টাঙ্গাইল-২ (ভ‚ঞাপুর-গোপালপুর): এ আসনে মোট ৫ হাজার ৪০ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬৮৯ জন ও নারী ভোটার ১ হাজার ৩৫১ জন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এ আসনে মোট ৫ হাজার ৩৪৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৩৫৯ জন ও নারী ভোটার ৯৮৮ জন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): এ আসনে মোট ৪ হাজার ৮৭৫ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৮ জন ও নারী ভোটার ৮৬৭ জন।
টাঙ্গাইল-৫ (সদর): এ আসনে মোট ৫ হাজার ২৩৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯৬ জন ও নারী ভোটার ১ হাজার ১৪৩ জন।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার- নাগরপুর): এ আসনে মোট ৫ হাজার ৭৩২ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬৬৩ জন ও নারী ভোটার ১ হাজার ৬৯ জন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): এ আসনে মোট ৪ হাজার ৬০৮ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭৪৮ জন ও নারী ভোটার ৮৬০ জন।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): এ আসনে মোট ৫ হাজার ৫১৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৭৫১ জন ও নারী ভোটার ৭৬৫ জন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের সব কেন্দ্রগুলো প্রস্তত রাখা হয়েছে। টাঙ্গাইলের বাসিন্দা যারা বিদেশে থাকে তাদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চাকরীজীবীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেব। প্রার্থীদের প্রতি আহ্বান সবাই যেন নির্বাচনী আচরনবিধি মেনে চলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১ হাজার ৬৩টি এবং মোট ভোটার ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন।








