ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কারাফটকে শেষবারের মতো নিজের স্ত্রী-সন্তানের লাশ দেখতে হয়েছে। তিনি স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে পারবেন না কেন- এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ প্রশ্ন তুলেন তিনি।
ফেসবুক পোস্টে ফারুক হাসান বলেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম তার মৃত স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে পারবেন না কেন? কেন এই অমানবিকতা, কেন এই নির্মমতা? আমরা তো এজন্য জুলাই গণ-অভ্যুত্থান করিনি।
ছাত্রলীগ নেতা সাদ্দাম যতটুকু অপরাধ করেছে অবশ্যই সে তার শাস্তি ভোগ করবে।
তিনি বলেন, সাদ্দামের স্ত্রী, শিশু সন্তানকে হত্যা করে নিজেও গলায় দড়ি দিয়েছে। মৃত স্ত্রী এবং সন্তানের লাশটা পর্যন্ত ভালোভাবে দেখতে দেওয়া হলো না সাদ্দামকে!
আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না!! সূএ: বার্তা বাজার ডটকম








