ফাইল ছবি
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও নির্বাচনি জনসভায় যোগ দিতে দুই দশক পর বুধবার (২১ জানুয়ারি) সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছানোর পর রাতেই শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি।
পরবর্তীতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের আলিয়া মাদরাসার মাঠের জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করবেন। আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সিলেট পৌঁছাবেন। এরপর গভীর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
মাহদী আমীন জানান, বৃহস্পতিবার সকালে সিলেটের প্রথম নির্বাচনি জনসভায় (সিলেট আলিয়া মাদরাসা মাঠের জনসভা) যোগ দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন। আর নির্বাচনি প্রচারণায় তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতা-কর্মীরা।
বিএনপি চেয়ারম্যানের সফরসূচি জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর-আইনপুর খেলার মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। পরবর্তীতে যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠের সমাবেশে অংশ নেবেন তিনি।
এছাড়াও বিকেলে ব্রাহ্মাণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠের নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামের নির্বাচনি সমাবেশে যোগদান করবেন তিনি। পরবর্তীতে যাত্রাপথে নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি। সবশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে যোগদান শেষে গভীর রাতে গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বিএনপি চেয়ারম্যান।
এদিন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাহদী আমীন বলেন, ঢাকা-১৫ এর ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এছাড়া বিএনপি থেকে কোনো তথ্য সংগ্রহ করা হচ্ছে না। এনআইডি নম্বর, বিকাশ নম্বর জোগাড় করা হচ্ছে না। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।
নির্বাচনি প্রচারণায় গণভোট ইস্যুতে সামগ্রিকভাবে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবে জানিয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড পেলে প্রবাসী ব্যালটের প্রতীকে ম্যানুপুলেশন করা হতো না। বিএনপির অনুকূলে নির্বাচনি মাঠ থাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা চলছে।
অপর এক প্রশ্নের জবাবে মাহদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আগে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে। দীর্ঘসময় ভোট দিতে পারেনি জনগণ। নির্বাচনে বৃহৎ দল হিসেবে বিএনপি অন্যতম প্রতিদ্বন্দ্বী। অনেকেই আছেন মনোনয়ন প্রত্যাশী৷ তবে দল থেকে একজনকেই মনোনয়ন দেয়া হয়েছে। এরপরও যারা নির্বাচন করবেন তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে সবশেষ সিলেট সফরে গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ দুই দশক পর সিলেটে বিএনপি চেয়ারম্যানের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।








