দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার দ্বিতীয় দিনের মতো ইসির সামনে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ছাত্রদল সভাপতি বলেন, ‘আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারারাত অবস্থান করবো। কিন্তু আমরা আজ দাবি আদায় ছাড়া এখান থেকে যাবো না।’

তিনি বলেন, ‘আমরা যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে বলে গতকাল আশ্বাস দিয়েছে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যেই আমরা দ্বিতীয় দিনের মত এখানে ঘেরাও কর্মসূচি পালন করছি।’

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ‘আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে ১৫টি বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে ছাত্রদলের পতাকা উঁচু করে ধরে রেখেছিলো। সেহেতু এই কয়েক হাজার নেতাকর্মীদের যদি স্লোগানে স্লোগানে মুখরিত করে তাহলে এই শব্দের প্রকম্পনে আপনাদের ভবন কম্পিত হবে। সেজন্য আমরা নিষেধ করেছিলাম। কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের (ইসি) সদিচ্ছার প্রকাশ না পায়, তবে আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করবো। আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি দাবি আদায়ের জন্যে এই মূল গেট অবরোধ করতে পারি। আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই।’

ছাত্রদলের তিন দফা দাবি হলো-

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিদেশি অস্ত্র, মাদকসহ দুই সন্ত্রাসী আটক

» বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

» শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

» গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

» জাতিসত্তা রক্ষার স্বার্থে গুমের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: চিফ প্রসিকিউটর

» কবিতার শব্দরা কষ্ট খোঁজে

» শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি শিবিরের

» গুম-খুন বন্ধে রাজনীতি বন্ধ করতে হ্যাঁ ভোটের আহ্বান উপদেষ্টা ফাওজুল কবির খানের

» ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড

» অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার দ্বিতীয় দিনের মতো ইসির সামনে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ছাত্রদল সভাপতি বলেন, ‘আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারারাত অবস্থান করবো। কিন্তু আমরা আজ দাবি আদায় ছাড়া এখান থেকে যাবো না।’

তিনি বলেন, ‘আমরা যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে বলে গতকাল আশ্বাস দিয়েছে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যেই আমরা দ্বিতীয় দিনের মত এখানে ঘেরাও কর্মসূচি পালন করছি।’

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ‘আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে ১৫টি বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে ছাত্রদলের পতাকা উঁচু করে ধরে রেখেছিলো। সেহেতু এই কয়েক হাজার নেতাকর্মীদের যদি স্লোগানে স্লোগানে মুখরিত করে তাহলে এই শব্দের প্রকম্পনে আপনাদের ভবন কম্পিত হবে। সেজন্য আমরা নিষেধ করেছিলাম। কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের (ইসি) সদিচ্ছার প্রকাশ না পায়, তবে আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করবো। আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি দাবি আদায়ের জন্যে এই মূল গেট অবরোধ করতে পারি। আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই।’

ছাত্রদলের তিন দফা দাবি হলো-

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com